বিয়ের পরের দিন একটি লহেঙ্গা পরেছিলেন রাধিকা, সেই লহেঙ্গা নিয়েই চর্চা তুঙ্গে। রানি রঙের সেই লহেঙ্গা আসলে কাপড়ের তৈরিই নয়! তৈরি হয়েছে ইতালীয় ক্যানভাস দিয়ে। যার মধ্যে উড়ে যাচ্ছে ঝাঁকে-ঝাঁকে হাঁস। গল্প বলছে জীবনের। এঁকেছেন বাঙালি শিল্পী জয়শ্রী বর্মণ। কেবল নতুন বউয়ের নয়, বাড়ির সকলের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি এই লহেঙ্গা। সেই পোশাক তৈরির নেপথ্য কাহিনীই লন্ডনে বসে আনন্দবাজার অনলাইনকে শোনালেন শিল্পী।