RG Kar Hospital Doctor Rape-Murder
আরজি কর আবহে মমতার ভরসা মনোজদের উপর, সরকারি ‘অদ্ভুত বাড়ি’র হাল ফেরাতে পারবেন?
আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নাগরিক সমাজের পথে নামার জেরে প্রশাসনে যে তোলপাড় পড়ে গিয়েছিল, তা সামাল দিতে শেষমেশ দুই মনোজের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৮
আরজি কর আবহে
টালমাটাল রাজ্য প্রশাসনের হাল সামলাতে দুই মনোজই তাস মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন আইএএস মনোজ
পন্থ। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার বা নগরপালের চেয়ারে বসেছেন আর এক মনোজ।
তিনি আইপিএস মনোজ বর্মা। আরজি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে
রাজ্য জুড়ে নাগরিক সমাজের পথে নামার জেরে প্রশাসনে যে তোলপাড় পড়ে গিয়েছিল, তা সামাল দিতে শেষমেশ দুই মনোজের উপরই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)