SSC

৯,০০০ চাকরি! ৮ বছর পর শুরু হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ

২০১৬ সালে প্রকাশিত তালিকায় নাম থাকা প্রথম ৩০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৩:১১
Share:
Advertisement

দীপবলির আগে সুখবর! ৮ বছর পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার উচ্চ প্রাথমিকে ৩০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। দুর্গাপুজোর আগেই সাংবাদিক সম্মেলন করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, নিয়োগ প্রক্রিয়ার জট কেটেছে, শীঘ্রই শুরু হবে শিক্ষক নিয়োগ। সেই মতো দীপাবলির আগেই শুরু হল প্রক্রিয়া। ২০১৬ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী ৩০০ চাকরিপ্রার্থীকে ডেকে কাউন্সেলিং করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে এই কাউন্সেলিং চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী এখনই নিয়োগপত্র হাতে না পেলেও কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রত্যেকেই নিজেদের পছন্দ মতো স্কুল বাছাই করতে পারবেন। এসএসসি সূত্রের খবর, টানা একমাস এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। প্রাথমিক পর্ব সম্পন্ন হলেই ধাপে ধাপে শেষ করা হবে উচ্চ মাধ্যমিকে প্রায় ৯,০০০ শিক্ষক নিয়োগের কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement