গলদঘর্ম অবস্থা থেকে কি সাময়িক স্বস্তি? আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসের আভাস অনুযায়ী উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তবে নিম্নচাপ সমতলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আর সে কারণেই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দুই পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। হাওড়া, হুগলি এবং কলকাতায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। তবে এতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।