চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয়। ভারত জিতল ২২৮ রানে। একদিনের আন্তর্জাতিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সব থেকে বড় জয়। ম্যাচ সেরার শিরোপা পেলেন বিরাট কোহলি। তবে গৌতম গম্ভীরের মতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার বল করে ৫ উইকেট তুলে নেওয়াই সব থেকে বেশি কৃতিত্বের। তাই, তাঁর মতে ম্যাচ সেরা কুলদীপ যাদব, বিরাট কোহলি নন! ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ বাছাই নিয়ে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। গম্ভীরের সাফ কথা, “আমি জানি বিরাট, কেএল রাহুল শতরান করেছে। রোহিত, শুভমানেরও অর্ধশতরান রয়েছে। কিন্তু যে পিচে সুইং হচ্ছে সেখানে একজন স্পিনার ৮ ওভারে ৫ উইকেট নিয়ে যাচ্ছে তাও আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যারা স্পিন ভাল খেলে— এটা সত্যিই কৃতিত্বের। আমি ম্যাচের সেরা হিসাবে আর অন্য কাউকে দেখছি না। আমার মতে কুলদীপ যাদবই প্লেয়ার অব দ্য ম্যাচ।”