প্রতিবেদন: তীর্থঙ্কর
হাই কোর্টের নির্দেশ ছিল করুণাময়ীতে টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের আন্দোলনস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। বলা হয় পর্ষদের কাজে যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। কার্যকর করতে হবে ওই এলাকায় জারি হওয়া ১৪৪ ধারাও। সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে বাড়তি বাহিনী মোতায়েন করে পুলিশ। লাগাতার মাইক প্রচার করে অবস্থান তুলে নেওয়ার অনুরোধও করা হয়। তা সত্ত্বেও আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে গেলে রাত সাড়ে ১২টা নাগাদ জোর করে ধর্না ভেঙে দেয় পুলিশ। আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যান ও বাসে।