প্রতিবেদন: প্রচেতা ও তীর্থঙ্কর
২০১৪ বনাম ২০১৭, মতান্তরে ভাগাভাগি হয়ে গেল টেট আন্দোলন। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি, তাঁরা ইন্টারভিউতে বসবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের চাকরি দিতেই হবে। এই দাবিতেই আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। বৃহস্পতিবার পাল্টা আন্দোলন ডেকে খবরের শিরোনামে চলে এলেন ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও। তাঁদের দাবি, চাকরির দাবিদার আসলে তাঁরাই।
সাংবাদিক বৈঠক ডেকে পর্ষদ জানিয়ে দিল, চাকরিপ্রার্থীদের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। একমাত্র মেধাকেই অগ্রাধিকার দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবারই খুলে যাবে পোর্টাল, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।