প্রতিবেদন: প্রচেতা ও তীর্থঙ্কর
২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি, তাঁরাই আসল হকদার। তাঁদের হকের চাকরিই চুরি হয়েছে। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে টানা ৭২ ঘণ্টা এই দাবিতেই চলছে অনশন। এরই মধ্যে বৃহস্পতিবার নিজেদের আসল দাবিদার দাবি করে সেক্টর ফাইভে আন্দোলনে সামিল হলেন ২০১৭ সালের টেট উত্তীর্ণদের একাংশ। যা নিয়ে গোটা দিন চলল দড়ি টানাটানি।