প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
বিষ্ণুপুরের সীমান্তে ছোট্ট গ্রাম কোয়াকতা। মণিপুরি মুসলমানদের বাস এ গ্রামে। কোয়াকতা ছাড়ালেই কুকি জনজাতি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলা শুরু হয়। বিষ্ণুপুর মেইতেই-প্রধান উপত্যকার শেষ জেলা। মাঝেমধ্যেই শোনা যায় দু’শিবিরের মধ্যে গুলির লড়াইয়ের শব্দ। দু’দলই জোর করেন তাঁদের পক্ষ নিতে। কিন্তু কোনও দিকেই নেই কোয়াকতার মুসলমানেরা। জানাচ্ছেন, মেইতেই-কুকি সংঘর্ষে গেরোয় পড়েছেন তাঁরা। গুলির লড়াইয়ের জন্য মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় স্কুল। ব্যবসায় মন্দা। বন্ধ অটো চলাচল। ভয়ে আছেন? কোয়াকতার এক মুসলমান অটোচালক বলছেন, “গুলিতে তো আর কারও নাম লেখা থাকে না!”