Mamata Banerjee

দুই আসনে মানবে না কংগ্রেস, ইন্ডিয়া জোটে নেই তৃণমূল! নাম না করে রাহুলকে তোপ মমতার

“ভোট এসেছে, বসন্তের কোকিলরা চলে এসেছে, শুধু ফটোশুট চলছে”, রাহুল গান্ধীকে নাম না করে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৮
Share:
Advertisement

ধর্না কর্মসূচিতে ‘কেন্দ্রের বঞ্চনা’ নিয়ে বিজেপিকে নিশানা, তার মধ্যেই জোট নিয়ে কংগ্রেসকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসন নিয়ে যে বনিবনা হয়নি, তা নিজের বক্তব্যেই পরিষ্কার করে দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের তরফে বাংলা থেকে কংগ্রেসকে ২টি আসন ছাড়ার প্রস্তাব দিলেও কংগ্রেস তা মানেনি। তারপর থেকেই দূরত্ব। এমনকি কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’য় জোটসঙ্গী তৃণমূলকে আমন্ত্রণ তো দূর মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি জানানোই হয়নি। এ দিন রেড রোডে অম্বেদকরের মূর্তির সামনে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করে বলেন, “সারা দেশে ৩০০ আসনে লড়ে ৪০টিও জিতবে কিনা সন্দেহ আছে।” এরপরই রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, “কোনও দিন বাচ্চাকে আদর করেনি, কোনও দিন চায়ের দোকানে বসেনি, চা বানাতে পারে না, কখনও বিড়ি বাঁধেনি... সব বসন্তের কোকিল, শুধু ফটোশুট চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement