Mamata Banerjee

লোকসভা ভোটের আগে ফের রাজ্যের বকেয়া নিয়ে সরব তৃণমূল, দু’দিনের ধর্নায় মমতা

২০২৩ সালেও বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৯
Share:
Advertisement

রাজ্যের বকেয়া আদায়ে ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে রেড রোডে বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন তিনি। নতুন বছরের শুরুতেও আবারও একই জায়গায় ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্র এবং শনিবার রেড রোডের উপর মঞ্চ বেঁধে টানা ধর্না কর্মসূচি করার কথা তাঁর। মঞ্চের পিছনে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ঘরও। রাতে এখানেই থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সপ্তহান্তের শেষ দু’দিন এই ধর্না মঞ্চ থেকেই নবান্নের যাবতীয় কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে শুরু হল তৃণমূলের ধর্না কর্মসূচি। পুষ্পার্ঘ্য দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে তৃণমূলের এই ধর্না কর্মসূচি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement