সম্পাদনা: সুব্রত
ব্যারাকপুর তাঁর চাই। ভোটে লড়বেন সেখান থেকে। প্রয়োজনে দল বদল করতেও রাজি। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে নিজের নাম ঘোষণা না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ২০২৩ এ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন তিনি। ব্যারাকপুরে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন এমন আশ্বাস পেয়েই ‘জনগর্জন সভা’য় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু প্রার্থিতালিকায় তাঁর নাম বাদ পড়তেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিনি। নিজের অফিস ঘর থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে রাখলেন নরেন্দ্র মোদীর ছবি। সংবাদমাধ্যমে জানালেন, তিনি ব্যারাকপুরেই দাঁড়াবেন। আগের বারের চেয়ে বেশি ভোটে জিতবেন। হারাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। তাহলে কি পদ্ম ‘বাণে’ অর্জুনের এই লক্ষ্যভেদ? রাজনৈতিক মহল জুড়ে এখন একটাই প্রশ্ন।