Indian Navy

‘ব্রহ্মস’ উৎক্ষেপণে সক্ষম, নৌসেনায় যুক্ত হল রণতরী আইএনএস ইম্ফল

এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কোনও একটি শহরের নামে নামকরণ করা হল ভারতীয় কোনও রণতরীর।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:১৭
Share:
Advertisement

বিশাখাপত্তনম ক্লাসের তৃতীয় রণতরী, ভারতীয় নৌসেনায় যুক্ত হল ‘আইএনএস ইম্ফল’। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কোনও একটি শহরের নামে নামকরণ করা হল ভারতীয় কোনও রণতরীর। ২৬ ডিসেম্বর, মুম্বইয়ে এই রণতরীর দায়িত্ব সরকারিভাবে নৌসেনার হাতে তুলে দিল প্রতিরক্ষা মন্ত্রক। জমকালো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর কথায়, “যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ক্ষমতাশালী— আইএনএস ইম্ফল এই নীতির যোগ্য উত্তরসূরী।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আইএনএস ইম্ফল’ তৈরিতে যুক্ত সকলকে ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে শুভেচ্ছা বার্তায় বলেন, “নৌসেনায় আইএনএস ইম্ফলের অন্তর্ভূক্তিকরণ দেশের গর্বিত মুহূর্ত। আইএনএস ইম্ফল আত্মনির্ভরতার শ্রেষ্ঠ নিদর্শন। এখন থেকে জলপথ আরও সুরক্ষিত থাকবে দেশ আরও নিরাপদ হবে।” আইএনএস ইম্ফল দৈর্ঘ্যে ১৬৩ মিটার লম্বা এবং প্রস্থে ১৭ মিটার চওড়া। ৭,৪০০ টনের এই রণতরী দেশের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ। সমুদ্রবক্ষে ঘণ্টায় ৩০ নট গতিতে চলতে সক্ষম আইএনএস ইম্ফল সফল ‘ব্রহ্মস’ উৎক্ষেপণেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement