চাই ২৬টি রাফাল-এম (বাহক বিশিষ্ট) যুদ্ধবিমান-সহ ৩টি স্করপিয়ন ক্লাসের সাবমেরিন, ভারতীয় বরাতের প্রত্যুত্তর দিল ফ্রান্স। সূত্রের খবর, ফরাসি সরকারের কাছে শুধু ২৬টি রাফাল-এম (বাহক বিশিষ্ট) যুদ্ধবিমানের জন্য ৫০,০০০ কোটি টাকার টেন্ডার দিয়েছিল ভারত। পরে তার সঙ্গে যুক্ত হয় সাবমেরিনও। ২৬টি রাফাল-এম যুদ্ধবিমানের ২২টি থাকবে একক চালক আসনের। বাকি ৪টি রাফাল-এম যুদ্ধবিমানের ককপিটে বসতে পারবেন দু’জন চালক। মূলত প্রশিক্ষণের কথা ভেবেই ফ্রান্সের কাছে ৪টি ‘ডাবল সিটার’ রাফাল-এম চেয়েছে ভারত। চুক্তিতে ভারত এবং ফ্রান্স সম্মত হল, দুই দেশের মধ্যে নতুন করে আরও ২৬টি যুদ্ধবিমানের লেনদেন হবে। রুশ প্রযুক্তির যুদ্ধবিমান মিগ-২৯ কে’র পরিবর্তে ভারতীয় সেনায় ফরাসি প্রযুক্তির ২৬টি রাফাল-এমের অন্তর্ভূক্তিকরণের কথা ভাবছে প্রতিরক্ষা মন্ত্রক। সাবমেরিন সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনার জন্য গঠিত হয়েছে একটি বিশেষ কমিটিও। সংশ্লিষ্টমহলের মতে, আগামী মাসের মধ্যেই দুই দেশে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতে ২৬টি রাফাল-এম (বাহক বিশিষ্ট) যুদ্ধবিমান অন্তর্ভূক্ত হলে শক্তিশালী হবে নৌসেনা। আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য— এই দুই জলযান বাহক থেকেই নতুন রাফাল-এম যুদ্ধবিমানের যাবতীয় ‘অপারেশন’ হতে পারে বলেই মত ওয়াকিবহালমহলের একাংশের।
এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে ৩৬টি অত্যাধুনিক রাফাল। ২০১৬ সালেই ফরাসি সরকারের সঙ্গে রাফাল চুক্তি করেছিল ভারত সরকার।