বাংলা জুড়ে ভোটের উত্তাপ। জেলায় জেলায় প্রচারে নেমেছেন নানান দলের প্রার্থীরা। এর মাঝেই অন্য রকমের প্রচারের সাক্ষী নদিয়া। নির্দল প্রার্থী তারক ঘোষের মুখে নদীর কথা। মজে যাওয়া জলঙ্গি নদী সংস্কারের দাবিতে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারক। নদিয়ার বিস্তীর্ণ এলাকায় সেচ, জল পরিবহণের জন্য ভরসা এই জলঙ্গি নদীই। নদীর মাছে জীবন নির্বাহ হয় শয়ে শয়ে মৎস্যজীবী পরিবারের। তারক-সহ স্থানীয় নদী আন্দোলনের কর্মীদের দাবি, বার বার অভিযোগ জানানো সত্ত্বেও জলঙ্গি বাঁচাতে কোনও সার্বিক পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। পরিবেশকে মূল ধারার রাজনীতির অংশ করে তুলে করতে তাই সরাসরি ভোটের ময়দানে তারক। নদিয়াবাসী কি জলঙ্গির স্বার্থকে বেছে নেবেন? ৮ জুলাইয়ের ভোটের ফলাফলের অপেক্ষায় নদিয়ার পরিবেশকর্মীরা।