Mamata Banerjee

‘১২০০ টাকায় ফুটছে বিনা পয়সার চাল, বিজেপির আয়ু ৬ মাস আর’, ভবিষ্যদ্বাণী মমতার

কামতাপুরী, রাজবংশী, সংখ্যালঘুদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, “মনে রাখবেন দিদি আছে, আপনার নিরাপত্তা সুনিশ্চিত। আপনাদের অধিকার কেউ কেড়ে নেবে না।”

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৭:৫২
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটের প্রচারে কোচবিহারের পর এ বার জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রীর তোপ, “নরেন্দ্র মোদী সরকারে আসার আগে গ্যাস সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা। এখন ১২০০ টাকায় ফুটছে বিনা পয়সার চাল। আমি দেশকে যা চিনি, বিজেপি সরকারের আয়ু আর ছ’মাস।” একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “সারা ভারতে জোট করবে! আর বাংলায় সিপিএম, কংগ্রেস যা করছে এক দিন ওদের থোতা মুখ ভোঁতা হয়ে যাবে।” এখানেই শেষ নয়। সোমবার কোচবিহারের সভায় নিজের ‘পঞ্চায়েতে হারলেও সরকার আমাদেরই থাকবে’ বক্তব্যের ‘সংশোধনী’ এনে কার্যত হুঙ্কারের সুরে তিনি বলেন, “তৃণমূলকে হারানোর ক্ষমতা কার আছে? তৃণমূল পঞ্চায়েতে জিতবে, রাজ্যে জিতবে, দেশেও জিতবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement