ICC Cricket World Cup

ভারতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবি! মোদীকে চিঠি, মার্শের বিরুদ্ধে এফআইআর

মার্শের ‘অসম্মানজনক’ ভঙ্গি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন মহম্মদ শামিও।

সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৬:৩৪
Share:
Advertisement

উত্তরপ্রদেশের আলিগড়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় তারকা মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। বিশ্বকাপকে পাদানি বানিয়ে বিজয়োল্লাস, মার্শের দেহভঙ্গি ভারতীয়দের ভাবাবেগকে আঘাত করেছে, এই অভিযোগেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী পণ্ডিত কেশব। এমনকি আগামী দিনে যেন কোনও অস্ট্রেলীয় খেলোয়াড়কে ভারতে খেলতে না দেওয়া হয় সেই দাবিও তুলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অস্ট্রেলীয় ক্রিকেটারদের ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কেশব। মার্শের দেহভঙ্গি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় জোরে বোলার মহম্মদ শামিও। বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটশিকারি শামির প্রতিক্রিয়া, “যে শিরোপা হাতে তুলে নিতে হয়, সেখানে তোমার (মিচেল মার্শ) পা দেখে খুশি হইনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement