সম্পাদনা: বিজন
দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট’ তেজসের ককপিটে চেপে ৩০ মিনিটের হাওয়াই সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কোনও যুদ্ধবিমানের ককপিটে দেখা গেল তাঁকে। এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী যুদ্ধবিমানে হাওয়াই সফর করেননি। সাংবিধানিক ক্ষমতাবলে দেশের রাষ্ট্রপতি যুদ্ধবিমানের ককপিটে বসার অধিকারী। মোদী মন্ত্রিসভার অনুমোদনে ভারত ৭৩টি তেজস তৈরি করছে। সাবেক সোভিয়েত প্রযুক্তিতে নির্মিত মিগ ২১-এর বদলে তেজসের কথা ভেবেছে সরকার। অ্যারোনটিক্স ডেভেলপমেন্ট অথরিটি এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যৌথ ভাবে এই ‘লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট’ তৈরি করেছে। গত অক্টোবর ভারতীয় বায়ুসেনার হাতে তেজস তুলে দিয়েছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।