প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
সাল ১৯৫৯। কলকাতায় প্রথম থিম পুজো করল জগৎ মুখার্জি পার্ক। সাবেকিয়ানার সমুদ্রে নতুন ভাবনার জোয়ার এনে দিলেন শিল্পী অশোক গুপ্ত। নির্মাণ থেকে বিনির্মাণের সেই শুরু। ছয় দশক পেরিয়ে কলকাতার দুর্গাপুজো এখন বিশ্ববন্দিত। এসেছে ইউনেস্কোর স্বীকৃতি। কলকাতার দুর্গাপুজো পেয়েছে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান। যার নেপথ্যে রয়েছে শিল্প ভাবনা। দুর্গাপুজো এখন বিশ্বের অন্যতম চর্চিত ‘পাবলিক আর্ট ফেস্টিভ্যাল’। সেকাল থেকে একাল— কী ভাবে থিমনগরী হয়ে উঠল কলকাতা?