প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: সুব্রত
অপরাধেই শেষ হয়ে যায় না জীবন। থাকে সংশোধনের পথ। থাকে ফিরে আসার রাস্তা। অন্ধকার কূপ থেকে সাজাপ্রাপ্ত বন্দিদের আলোয় ফিরিয়ে আনার সেই রাস্তাই তৈরি করে দিচ্ছে বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের রিক্রিয়েশন ক্লাব। ৭৮তম বর্ষের পুজোয় এ বার তাঁদের থিম ‘সবুজায়ন’। যার বাস্তবায়নে সংশোধনাগারেরই আবাসিকেরা। মণ্ডপসজ্জা থেকে মূর্তি গড়া— বন্দিদের মুক্তভাবনার বহিঃপ্রকাশ ঘটছে শিল্পে। ২০১৮ সাল থেকেই বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের পুজোয় সক্রিয় অংশীদারিত্ব থাকে বন্দিদের। গত বার যেমন অনবদ্য মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৬ বছর ধরে জেল খাটা আসামী তাপস। এ বার তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব। যুক্ত হয়েছে থিম। নাওয়াখাওয়া ছেড়ে পরিশ্রম করছেন হারাধন, রাজেশ, হাবল, বেলালের মতো সাজাপ্রাপ্ত আসামীরাও। বন্দিদশায় থেকে মুক্ত ভাবনা এবং চিন্তার চর্চা— দুর্গাপুজোকে আধার করেই জীবনে ফিরে আসার দৃষ্টান্ত গড়ছেন বহরমপুর সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দিরা।