ভবানীপুর ৭৫ পল্লী আর বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন— এ বছর এই দুটি পুজোই করছেন সনাতন দিন্দা। তিনি তাঁর সৃষ্টির আদল ভাঙছেন। ভাঙছেন তাঁর শিল্পের অবয়ব। ভাবনার রূপ, আকার। কোমলতার লেশ মাত্র নেই। মমতাময়ী মা হয়ে উঠছেন অসুরদলনী। নিজের ‘কৃত অন্যায়ে’র প্রায়শ্চিত্ত করছেন শিল্পী, বলছেন পাপ স্খালন করতেই এ বার তিনি তাঁর মায়ের হাতে, মেয়ের হাতে, সন্তানের হাতে ধরিয়ে দিয়েছেন অস্ত্র। সময়ের দাবি মেনেই আঁকা হচ্ছে ‘দ্রোহকাল’। আঁকছেন শিল্পী সনাতন দিন্দা।