Durga Puja 2024

‘কলকাতার প্রথম সর্বজনীন’, ‘নেতাজির পুজো’ সিমলা ব্যায়াম সমিতি চক্ষুশূল হয়েছিল ব্রিটিশদের

গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় দেবী প্রতিমাকে খাদির বসন পরিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিল সিমলা ব্যায়াম সমিতি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪০
Share:
Advertisement

উত্তরের ঐতিহ্য, সিমলা ব্যায়াম সমিতি। এই পুজো কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপুজো। শুরু ১৯২৬ সালে। অতীন্দ্রনাথ বসুর হাত ধরেই পথচলা শুরু সিমলা ব্যায়াম সমিতির। এই পুজোর পরিকল্পনায় অন্যতম উপদেষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দের মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত। তাঁর পরিকল্পনাতেই এক চালা থেকে পাঁচ চালা হয় সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা। সেই পরিকল্পনাকেই এখনও পর্যন্ত অপরিবর্তিত রেখেছে প্রাক শতবর্ষের পুজো সিমলা ব্যায়াম সমিতি। প্রাক স্বাধীন ভারতে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন নেতাজি। ১৯৩৯ সালে সিমলা ব্যায়াম সমিতির সর্বজনীন দুর্গাপুজোর সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বসু। এই পুজোকে কাজে লাগিয়েই দেশবাসীকে ব্রিটিশ বিরোধী ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন তিনি। গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় দেবী প্রতিমাকে খাদির বসন পরিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিল সিমলা ব্যায়াম সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement