পর্বত জয় করে বাড়ি ফিরলেন চুঁচুড়ার ঘরের ছেলে দেবাশিস মজুমদার। হুগলির আর এক পর্বতারোহী পিয়ালি বসাকের মতো পাহাড় তাঁকে টানে ছোটবেলা থেকেই। তাই বার বার ছুটে যান পাহাড়ে। শয্যাশায়ী মাকে রেখে কাশ্মীরের বিপজ্জনক শৃঙ্গ ব্রহ্মা-১ জয় করেছেন তিনি। ৪৪ বছর পর ওই শৃঙ্গে পা রেখেছে কোনও ভারতীয় অভিযাত্রী দল। প্রবল প্রতিকূলতাকে উপেক্ষা করে ৬,৪১৬ মিটার উচ্চতায় পৌঁছে যান ১২ জন পর্বতারোহীর দলটি। বৃহস্পতিবার বাড়ি ফিরেই মায়ের আশীর্বাদ নেন দেবাশিস। তাঁর আক্ষেপ, তাঁদের এই জয় নিয়ে কাশ্মীরে দারুণ উচ্ছ্বাস হলেও তাঁর এলাকায় তেমন উৎসাহ নেই। কিস্তোয়ারের জেলাশাসক উপস্থিত থেকে সম্মান জানিয়েছেন অভিযাত্রীদের। যদিও নিজের জায়গায় ফিরে কিছুটা যেন ব্রাত্যই থেকে গেলেন তাঁরা। এর আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গজয় করেছিলেন দেবাশিস।