ধর্মীয় প্রার্থনা কি রাস্তায় করা যায় না? এই প্রশ্নে বিতর্ক আছে। সেই বিতর্ক আরও এক বার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনেকের প্রশ্ন প্রার্থনার সময়ে আধ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করলে অসুবিধা কোথায়? হোলির সময় উত্তরপ্রদেশের সম্ভলে বেশ কয়েকটি মসজিদ ত্রিপলে ঢেকে দেওয়া হয়। তখনও একই রকম বিতর্ক তৈরি হয়। আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব পুলিশ-প্রশাসনের। তা হলে কেন মসজিদ ঢাকতে হবে? প্রশ্ন তোলে সম্ভলের একাংশ। এবার আলোচনায় মিরাট।