রমজান শেষে খুশির ইদ। রিজওয়ানের কাছে জমিয়ে খাওয়াদাওয়াই হল 'ইদি'। এ দিন মায়ের সঙ্গে রান্নায় হাতও নাড়ালেন অভিনেতা। কী কী পদ ছিল এ দিনের পাতে? বাড়িতে থাকলে রান্না করা হয়? বিয়ের প্রসঙ্গ উঠতেই অন্য মেজাজে অভিনেতা। মজা করে মা বললেন, 'রিজওয়ানকে রাঁধতে শেখাই, যাতে বউয়ের জন্য রান্না করতে পারে।'