প্রতিবেদন: সুদীপ্তা
লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে বিতর্ক। “গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভাল, এই মন্তব্য যাঁরা করছেন তাঁরা আসলে বামপন্থী। এতো দিন বাংলা ভুল পথে চলেছে, এখন থেকে সঠিক পথে চলা শুরু হল,” সুকান্ত মজুমদারের এই বক্তব্যেরই নিন্দায় তৃণমূল। প্রথম সাংবাদিক বৈঠক করে সুকান্তর বক্তব্যের নিন্দা এবং ক্ষমা চাওয়ার দাবি করেন রাজ্যের মন্ত্রী এবং শাসক দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরে ভিডিয়ো প্রতিক্রিয়ায় রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেন, স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন সুকান্ত মজুমদার। যুব সমাজকে খেলার প্রতি উৎসাহিত করার জন্য স্বামী বিবেকানন্দের যে উক্তিকে ‘বেদবাক্য’ মানা হয়, তার অবমাননা হয়েছে বলে সরব তিনি। মঙ্গলবার যার প্রতিবাদে শ্যামবাজার থেকে সিমলায় বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করে যুব তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রাস্তায় ফুটবল খেলে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। শেষে সাংবাদিক বৈঠক করে আরও এক বার সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন তাঁরা।