সমাজ মাধ্যমে চোখ রাখলে এখন এই ভিডিয়োই বারবার ঘুরে ফিরে আসছে। শাহিদ-করিনা আবার একসঙ্গে। এক মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে। কথা বলছেন, হাত মেলাচ্ছেন। দুজনের উপচে পড়া হাসি দেখে আলোড়ন সমাজ মাধ্যমে। ‘যব উই মেট’ জুটিকে প্রায় দেড় দশক পর একসঙ্গে দেখে নতুন করে এই ছবির সিক্যুয়েল তৈরি করার দাবি উঠেছে। পরিচালক ইমতিয়াজ় আলিও খুশি গীত-আদিত্যের রি-ইউনিয়ন দেখে।