Ramdan

রমজ়ানের অর্থ খাদ্যমেলা নয়, ইসলামে এই মাস সংযমের কাল, কেন রাখা হয় রোজ়া, জানেন?

সব ধর্মেই রোজ়া আছে। ইসলামিক বিশ্বাস অনুযাীয় এই রমজ়ানের সূত্রপাত হয় ৬১০ খ্রিস্টাব্দে। যার সঙ্গে জড়িয়ে রয়েছেন নবী মহম্মদ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৪৪
Share:
Advertisement

ইসলামিক ক্যালেন্ডারের সব থেকে পবিত্র মাস এই রমজ়ান। বিশ্বের ২০০ কোটি মুসলিম বিশ্বাস করে, এই রমজ়ান-ই হল ধর্ম পালনের আদর্শ সময়। আধ্যাত্ম, সংযম এবং ধর্মীয় চেতনার বিকাশ ঘটাতে রমজ়ান মাসে উপবাসের যে নিয়ম তাকে বলে রোজা। রয়েছে নমাজ এবং দানধ্যান। মুসলিম ধর্মাবলম্বীরা মনে করে, রমজ়ান মাসের ধর্মীয় আচার তাঁদের মনের ময়লা দূর করে। রমজ়ানের অর্থ শুধুই উপবাস নয়। দয়া, মায়া, মমতা এবং ক্ষমার উপলব্ধি তৈরির জন্যও রমজ়ান আদর্শ। মূলত উপোস, নমাজ, ‘লাইলাতুল কদর’ এবং ইদ-উল-ফিতরের মাধ্যমেই পালিত হয় রমজান। রোজ়া পালনের সময় ধূমপান, মদ্যপান, এবং অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement