ইসলামিক ক্যালেন্ডারের সব থেকে পবিত্র মাস এই রমজ়ান। বিশ্বের ২০০ কোটি মুসলিম বিশ্বাস করে, এই রমজ়ান-ই হল ধর্ম পালনের আদর্শ সময়। আধ্যাত্ম, সংযম এবং ধর্মীয় চেতনার বিকাশ ঘটাতে রমজ়ান মাসে উপবাসের যে নিয়ম তাকে বলে রোজা। রয়েছে নমাজ এবং দানধ্যান। মুসলিম ধর্মাবলম্বীরা মনে করে, রমজ়ান মাসের ধর্মীয় আচার তাঁদের মনের ময়লা দূর করে। রমজ়ানের অর্থ শুধুই উপবাস নয়। দয়া, মায়া, মমতা এবং ক্ষমার উপলব্ধি তৈরির জন্যও রমজ়ান আদর্শ। মূলত উপোস, নমাজ, ‘লাইলাতুল কদর’ এবং ইদ-উল-ফিতরের মাধ্যমেই পালিত হয় রমজান। রোজ়া পালনের সময় ধূমপান, মদ্যপান, এবং অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হয়।