ফিরছে কালো জার্সি। আইপিএলের প্রথম দুই মরসুম এই কালো জার্সি পরেই খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। দু’বারই গ্রুপ লিগের গণ্ডি পেরোতে ব্যর্থ হয় কেকেআর। সেই সময় কালো জার্সি ‘অপয়া’ তকমা পেয়েছিল। ১৫ বছর পর আবার ফিরল সেই কালো জার্সি। ফল কী হয়, সেদিকেই তাকিয়ে কেকেআর ভক্তেরা।