কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআর-আরসিবির ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। উদ্বোধনের আগে চড়ছে উত্তেজনার পারদ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে আইপিএলের প্রথম ম্যাচ। এরই মধ্যে বাদ সাধল আবহাওয়া দফতরের পূর্বাভাস। আশঙ্কার মেঘ দানা বাঁধল আইপিএলের উদ্বোধন ঘিরে।