১৯২০ সালে ব্রিটিশ পাখি পর্যবেক্ষক সিএম ইংলিশ জলপাইগুড়িতে ঘাসপেঁচার সন্ধান পান। ‘দ্য জার্নাল অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে’ এর উল্লেখ রয়েছে। তার পর পক্ষীবিদ অজয় হোম আশির দশকের গোড়ায় বীরভূমের শান্তিনিকেতনের কাছে একটি ঘাসপেঁচা দেখেন। ১৯৮০ সালে। এর পর বাংলায় আর ঘাসপেঁচার দেখা মেলেনি। এ বার তিনটি পেঁচার দেখা পাওয়া গেল মালদহে, গঙ্গার চরে।