Australasian Grass-Owl

প্রথম বার ধরা দিল ছবিতে, এই অস্ট্রেলেশিয়ান ঘাসপেঁচা কি আপনার বাড়িতে আসতে পারে?

৪০ বছর আগে শান্তিনিকেতনে এই পেঁচা দেখতে পাওয়া যায়। তবে তার কোনও প্রমাণ রাখতে পারেনি বন দফতর। এ বার দেখা গেল মালদহে, গঙ্গার চরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৩:১১
Share:
Advertisement

১৯২০ সালে ব্রিটিশ পাখি পর্যবেক্ষক সিএম ইংলিশ জলপাইগুড়িতে ঘাসপেঁচার সন্ধান পান। ‘দ্য জার্নাল অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে’ এর উল্লেখ রয়েছে। তার পর পক্ষীবিদ অজয় হোম আশির দশকের গোড়ায় বীরভূমের শান্তিনিকেতনের কাছে একটি ঘাসপেঁচা দেখেন। ১৯৮০ সালে। এর পর বাংলায় আর ঘাসপেঁচার দেখা মেলেনি। এ বার তিনটি পেঁচার দেখা পাওয়া গেল মালদহে, গঙ্গার চরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement