মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই দলীয় প্রার্থীরা আক্রান্ত। এমন অভিযোগ নিয়ে রাজভবনে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে গেলেন রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়া বেশ কয়েক জন বিজেপি প্রার্থী। সুকান্তের দাবি, রাজভবনে এসে সিভি আনন্দ বোসকে নিজেদের ‘দুর্দশা’র কথা জানিয়েছেন ওই প্রার্থীরা। ক্যানিং, বাসন্তী, ঝড়খালি, মগরাহাট, বারুইপুর থেকে ওই বিজেপি প্রার্থীরা এসেছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সুকান্তের অভিযোগ, বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে তৃণমূল। তাঁর আরও অভিযোগ, রাজ্যের সব জেলাতেই এক ছবি। বাসন্তীর একটি পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সর্বাণী মণ্ডলের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাঁরা আক্রান্ত। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তাঁর। মগরাহাটের বাসিন্দা সীমা মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী। তাঁর অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় মহিলাদের বিবস্ত্র করে পেটানো হয়েছে। বিরোধী প্রার্থীদের কেউ কেউ আবার অভিযোগ করছেন, মনোয়ন জমা দেওয়ার কারণে তৃণমূল তাঁদের ঘরবাড়ি ভাঙচুর করেছে।