১৯৮৪ সালের ২ ডিসেম্বরের রাত। ওই রাতকে দেশ ভুলে গেলেও ভোপাল পারেনি। এখনও নাকি বিষাক্ত গ্যাস রয়ে গিয়েছে ওই এলাকায়। গ্যাস দুর্ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাবে নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন ভোপালের গ্যাস-দুর্গতেরা।