প্রেসিডেন্টের চেয়ারে এখনও বসেননি। বসলে কী হবে, তার আভাস খানিক বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এক্স-বার্তায় স্পষ্ট হুঁশিয়ারির সুর। নিশানায় ভারত-সহ চিন, রাশিয়ার মতো ব্রিকসের সদস্য দেশগুলি। এক্সবার্তায় ট্রাম্পের বক্তব্য, লেনদেনের মাধ্যম হিসাবে আন্তর্জাতিক বাণিজ্যে শুধুই ডলার থাকবে। কোনও দেশ নিয়ম বদলের চেষ্টা করলে, আমেরিকা তাকে বিদায় জানাবে।