২০২৪-এ স্পটিফাইয়ে টেলর সুইফ্টকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছিলেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন তাঁর ফ্যানেরা। কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই মুম্বই ছেড়ে নিজের মফস্সলি শিকড়ে ফেরেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানেই গান রেকর্ড করেন। সেই গান ২২০ কিলোমিটার দূরে কলকাতার প্রতিবাদ আন্দোলনের ‘অ্যান্থেম’ হয়ে যায় প্রায়। সেই ‘তারকা’ অরিজিৎ সিংহকে জিয়াগঞ্জ কী ভাবে চেনে? অরিজিতের দুয়ারে আনন্দবাজার অনলাইন।