জয় ভট্টাচার্যের পর ট্রাম্প সরকারে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। রয়েছে গুজরাত সংযোগ। ২২ জানুয়ারি যখন অধিকাংশ আমেরিকান মিডিয়া অযোধ্যায় রামমন্দির নির্মাণের সমালোচনায় ব্যস্ত, তখন ক্যাশ পটেল গলা ফাটান মোদীর হয়ে। প্রথম ট্রাম্প সরকারের আমলে তাঁর হোয়াইট হাউসের অলিন্দে প্রবেশ ও উত্থান। এ বারে তাঁকেই এফবিআই ডিরেক্টর হিসাবে দেখতে চান ডন। কে এই ক্যাশ পটেল?