ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচার ১৬৪ নম্বর বুথে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ দিযে শুরু ভোটের সকাল। অভিযোগ, গুলিবিদ্ধ হন দুই আইএসএফ কর্মী এবং এক জন তৃণমূলকর্মী। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় জিরানগাছার স্বাস্থ্যকেন্দ্র এবং কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপক বোমাবাজির খবর পাওয়া গিয়েছে ভাঙড়ের ওই এলাকা থেকে। পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে টহল দিচ্ছে বিশাল বাহিনী।