এ বারের পঞ্চায়েত ভোটে স্বাভাবিক ভাবেই সবার বাড়তি নজর থাকবে নন্দীগ্রামে। এর মধ্যে নন্দীগ্রাম ১ ব্লকের নন্দনায়েকবাড় বুথের গুরুত্ব আরও বেশি। এখানেই ভোট দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নির্দিষ্ট সময় মেনে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় এই বুথের ব্যালট মেশিন সিল করার কাজ। এরপর ঠিক সকাল ৬.৫৫টা নাগাদ ভোটগ্রহন পর্ব শুরু হয়েছে।
সূত্রের খবর, শুভেন্দু অধিকারী এই বুথে ভোট দিতে আসবেন সাড়ে ৯টা-১০টা নাগাদ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শনিবার ভোট চলাকালীন এই বুথ এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না বিরোধী দলনেতা। এই নির্দেশের বিরুদ্ধে শুভেন্দু শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হলেও সুরাহা পাননি। উচ্চ আদালত কমিশনের নির্দেশেই মান্যতা দেয়।