পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন চলাকালীন বার বার অশান্ত হয়েছে ভাঙ্গড়। বোমাগুলির লড়াই হয়েছে দু’টি শাসকদল ও বিরোধী আইএসএফ-এর মধ্যে। প্রাণ গেছে তিন জনের, আহত অনেক। সেই ভাঙড়ে বাউল গানে শান্তিতে ভোট করার বার্তা নিয়ে হাজির স্বপন দত্ত। বাড়ি বর্ধমানের কার্জন গেটে। মানুষ তাঁকে চেনেন স্বপন বাউল নামে। শুধু ভাঙড় নয়, গান নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটের কারণে অশান্ত হওয়া গোসাবা, ক্যানিং সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। তাঁর বার্তা “শান্তিতে ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, গুলি বোমা ছেড়ে হাতে হাত ধরে ভোট দিন।” গত ১৫ জুন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। মারা গিয়েছিলেন তিন জন। সেই বিজয়গঞ্জ বাজারেই সাতসকালে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় স্বপন বাউলকে। তিনি বাউল গানের মাধ্যমে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দেন। পথচলতি অসংখ্য মানুষ ভিড় করেন তাঁর গান শোনার জন্য।