Mamata Banerjee

পঞ্চায়েত ভোটের এক দিন আগে এসএসকেএমে ভর্তি হলেন মমতা, হতে পারে অস্ত্রোপচার

বাঁ হাঁটুর লিগামেন্ট এবং হিপজয়েন্টের লিগামেন্টে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৫:৩২
Share:
Advertisement

২৭ জুন উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। আবহাওয়া অনুকূল না হওয়ায় তড়িঘড়ি করতে হয়েছিল অবতরণ। কপ্টার থেকে নামার সময় পায়ে এবং কোমরে চোট পান তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা হোক তাঁর। সেই অনুযায়ী সপ্তাহখানেক বাড়িতে থাকার পর বৃহস্পতিবার আবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শনিবার পঞ্চায়েত ভোট, তার ঠিক এক দিন আগেই পায়ে অস্ত্রোপচার হতে পারে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। স্ক্যান করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে উডবার্ন ব্লকে। সেখানে সাড়ে বারো নম্বর কেবিনেই রাখা হবে তাঁকে। ২৭ জুন উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। আবহাওয়া অনুকূল না হওয়ায় তড়িঘড়ি করতে হয়েছিল অবতরণ। কপ্টার থেকে নামার সময় পায়ে এবং কোমরে চোট পান তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা হোক তাঁর। সেই অনুযায়ী সপ্তাহখানেক বাড়িতে থাকার পর বৃহস্পতিবার আবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শনিবার পঞ্চায়েত ভোট, তার ঠিক এক দিন আগেই পায়ে অস্ত্রোপচার হতে পারে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। পায়ে স্ক্যান করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে উডবার্ন ব্লকে। সেখানে সাড়ে বারো নম্বর কেবিনেই রাখা হবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement