Anis Khan

আনিস মামলায় সিটেই আস্থা কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার

গত ১৮ ফেব্রুয়ারি নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় হাওড়ার ছাত্রনেতা আনিসের। আঙুল ওঠে পুলিশের দিকে। শুরু হয় রাজনৈতিক চাপানউতর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১২:২৪
Share:
Advertisement

চার মাস পর হাওড়ার ছাত্রনেতা আনিস খান হত্যা মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মান্থা জানান, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আনিস মামলায় রাজ্য পুলিশের সিট-ই তদন্ত করবে। চার্জশিটও পেশ করবে সিট। অন্য দিকে, আনিসের বাবা জানান, ডিভিশন বেঞ্চে মামলা করছেন তাঁরা।

গত ১৮ ফেব্রুয়ারি আনিসের মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে রাজ্যের গঠন করা বিশেষ তদন্তকারী দল (সিট)। যদিও আনিসের পরিবার বার বার জানায়, রাজ্য পুলিশের তদন্তের প্রতি তারা আস্থাশীল নয়। আনিসের বাবা সালেম খান হাই কোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। যদিও পুলিশি তদন্তের উপরই আস্থা রাখে কলকাতা হাই কোর্ট। কিন্তু সময় যত এগিয়েছে, আদালতের প্রশ্নের মুখ পড়েছে পুলিশি তদন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement