প্রতিবেদন: প্রচেতা
রবিবার সকাল ৮টা নাগাদ বিস্ফোরণ ঘটে দত্তপুকুরের মোচপোল গ্রামের এক অবৈধ বাজি কারখানায়। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয়দের আশঙ্কা নিহতের সংখ্যাটা আরও বেশি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় এলাকায় দীর্ঘ দিন ধরেই রমরমিয়ে বাজির কারবার চালানো হচ্ছিল। একাধিক বার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীর দাবি, কেরামত কারখানার মালিক। পুলিশ সূত্রে খবর, তাঁর ছেলে রবিউল আলির মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায়। মৃতদের তালিকায় রয়েছেন— শামসুল আলি, জাহিদ আলি নামে মুর্শিদাবাদের এক ব্যক্তির ও তাঁর ছেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামসুলের জমিতে কারখানা গড়ে তোলা হয়েছিল। কেরামতই সেই কারখানা চালাতেন। রবিউল ওই কারখানায় কাজ করতেন।
বিস্ফোরণের ঘটনায় শাসকদলের দিকে আঙুল তুলেছে বিজেপি, সিপিএম ও আইএসএফ। পাল্টা আইএসএফ-কে উপর দায় চাপাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির বম্ব স্কোয়াড। গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জেসিবি ও ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।