Amit Shah Rally

ব্যারিকেডে ঘেরা ধর্মতলা, অমিত শাহের সভার আগে এড়াবেন কোন পথ?

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থলেই অমিত শাহের ‘প্রতিবাদ সভা’। কড়া নজরদারি শহর জুড়ে।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১২:৪৭
Share:
Advertisement

দুপুর পৌনে দু’টো নাগাদ অমিত শাহের ধর্মতলার সভামঞ্চে পৌঁছনোর কথা। এর মধ্যেই সভাস্থলে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। এ দিনের সভাকে কেন্দ্র করে মধ্য কলকাতায় যানজটের আশঙ্কা করছে কলকাতা পুলিশ। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে সভায় আসার জন্য নির্দিষ্ট পথ চিহ্নিত করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয়, তাই বেশ কিছু বিকল্প পথ নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন। আঁটসাট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ় সংলগ্ন এলাকাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement