প্রতিবেদন: সুদীপ্তা
প্রায় এক দশক বাদে কলকাতায় অমিত শাহের সভা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজ়ের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের মঞ্চের জায়গাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মঞ্চ বেঁধেছে বিজেপি। সকাল থেকেই তার সামনে নেতাকর্মীদের ভিড়। চলছে স্বেচ্ছাসেবকদের কার্ড বিলি করার পালা। আসতে শুরু করেছেন রাজ্যস্তরের নেতারাও। অমিত-ভাষণের অপেক্ষায় উত্তেজনার পারা চড়ছে কর্মী-সমর্থকদের মধ্যে। ধর্মতলা জুড়ে আঁটসাট নিরাপত্তা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর সওয়া ১টায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে তাঁকে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে আসবেন রেসকোর্স। সেখান থেকে সড়কপথে পৌনে ২টোর সময়ে সভাস্থল। আড়াইটে থেকে শাহের বক্তব্য রাখার কথা। সূচি অনুযায়ী, জনসভা থেকে শাহ রেসকোর্সের দিকে রওনা দেবেন বিকেল সওয়া ৩টে নাগাদ।