প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রচেতা, সম্পাদনা: বিজন
ভারতীয় মানচিত্রের একটি ‘বিন্দু’ থেকে বালেশ্বরের বাহনগা এখন বহুল পরিচিত একটি নাম। গুগল, টুইটার, ফেসবুকের ট্রেন্ডিং থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম, প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ওড়িশার এই ছোট্ট গ্রাম। বাহানগার রাতারাতি এহেন বিশ্ব পরিচিতির নেপথ্যে রয়েছে ২ জুনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে বালেশ্বরের বাহনগা বাজার স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহতের সংখ্যা হাজারেরও বেশি। শবদেহের মিছিল, আর্তনাদের চিল চিৎকার— শুক্রবার রাতের সেই বিভীষিকা, গ্রামবাসীদের দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে এখনও। সন্ধ্যে নামলেই ‘গা ছমছমে ভাব আর ভয়’। ঘরে ঘরে এখন আলোচনায় ‘তেঁতুল গাছ’। রেল দুর্ঘটনার পর কেমন আছে বালেশ্বরের বাহানগা, ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।