প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: অসীম
সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সারি সারি মৃতদেহ। জলে ধুয়েছে রক্ত। ক্লাসরুম জুড়ে ব্লিচিং পাউডারের গন্ধ। গরমের ছুটি শেষ হলেই আবার খুলবে স্কুল। কিন্তু পড়ুয়া আসবে তো? ২ জুন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ক্ষত যেন আজও দগদগে। ফাঁকা প্রার্থনামঞ্চ, ক্লাসরুম, ল্যাব। শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা চাইছেন, এই ‘শূন্যস্থান’ আবার পূরণ হোক। আগের মতোই পড়ুয়াদের কোলাহলে স্পন্দন ফিরে পাক বাহানগা হাই স্কুল। প্রশাসনের কাছে তাঁদের একটাই দাবি, শুধু পরিষ্কার করাই নয়, ‘শুদ্ধিকরণ’ হোক বাহানগা গ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠানের।