Travel Hacks

বিমানের তিন আসনের সারির পুরোটাই আপনার হতে পারে, দেখুন তো উপায়টি কাজে আসে কি না!

দু’জনের টিকিট কেটেও বাড়তি একটি আসন ফাঁকা পেতে পারেন। রয়েছে এক মজার কৌশল। চেষ্টা করে দেখতে পারেন কাজ হয় কি না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৫
Share:

টিকিট না কেটে বিমানে একটি বাড়তি আসন চান? ছবি: সংগৃহীত।

টিকিট কাটবেন দু’জনের। অথচ বিমানের তিন আসনের সারির তৃতীয়টি ফাঁকা থাকবে। এমনটাও কি হয়?

Advertisement

কেউ বলবেন, উড়ানে যাত্রীদের চাপ বেশি না থাকলে এমনটা তো হতেই পারে। তা ঠিক। তবে এক বিশেষ কৌশলেও কিন্তু ২ জনের টিকিট কেটে বিমানে তিনটি আসন উপভোগ করতে পারেন।

এ নিয়ে একটি মজার উপায় বাতলেছিলেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী। বিষয়টি কিছুটা ‘লাগে তুক, না লাগে তাক’-গোছের। এই কৌশল অবলম্বনের জন্য ২ জন যাত্রী থাকতেই হবে।

Advertisement

কী সেই উপায়?

বিমানে একটি সারিতে তিনটি আসন থাকে। দু’জনের জন্য কেউ টিকিট কাটলে হয় জানলার ধার থেকে পাশাপাশি দু’টি আসনের টিকিট কাটবেন, না হলে জানলা ছেড়ে পাশাপাশি দু’টি আসন বেছে নেবেন। তবে আসন চিহ্নিত করার সময় যদি জানলার ধারেরটি এবং মাঝেরটি ফাঁকা রেখে তৃতীয় আসনটি বেছে নেন, তা হলে কাজ হতে পারে। ওই মাঝের আসনটিতে চট করে কেউ বসতে চাইবেন না। ফলে, হতেও পারে যাত্রীর অভাবে সেই আসনটি ফাঁকা রয়ে গেল। তখন দু’জনের টিকিটে তিনটি আসন পেয়ে ওই সারিতে হাত-পা ছড়িয়ে বসতে পারবেন।

তবে যদি মাঝের আসনটিতে অন্য যাত্রী এসে পড়েন, তা হলে সমস্যায় পড়তে হবে।

আরও একটি মজার উপায় রয়েছে। ১৩ নম্বর সারিটি বেছে নিতে পারেন। অনেক যাত্রীই আছেন, যাঁরা কুসংস্কারের বশবর্তী হয়ে ১৩ নম্বর সারি এড়িয়ে চলতে চান। ফলে এখানেও বাড়তি আসন পেয়ে যেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement