ভারতীয় বংশোদ্ভূত অদ্বৈত পালিওয়াল তৈরি করেছেন ‘আইরিস’ নামের এক অদ্ভুত ডিভাইস। ছবি: এক্স হ্যান্ডেল থেকে।
প্রযুক্তির দুনিয়ায় হইচই। এবার হাতের মুঠোয় চলে এল জীবনের প্রতিটা মিনিটকে লেন্সিবন্দি করার কৌশল। নতুন এক ডিভাইস তৈরি করে খবরের শিরোনামে চলে এসেছেন আমেরিকা নিবাসী ভারতীয় উদ্যোগপতি। ডিভাইসটির নাম ‘আইরিস’ রেখেছেন তিনি।
সান ফ্রান্সিসকো নিবাসী ওই ভারতীয় বংশোদ্ভূতর নাম অদ্বৈত পালিওয়াল। তাঁর তৈরি আইরিস ডিভাইসটি পরে যে কেউ ঘোরাঘুরি করতে পারবেন। মজার বিষয় হল, সেটি পরা থাকলেই জীবনের প্রতিটা মিনিটের ছবি ধরা থাকবে তাতে।
নিজের তৈরি ডিভাইস আইরিস নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন পালিওয়াল। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘‘আমি আইরিস তৈরি করেছে। পরিধানযোগ্য এইমন ডিভাইস আপনার জীবনের অনির্দিষ্ট স্মৃতি ধরে রাখবে। এটা প্রতিটা মিনিটের ছবি তুলবে। ক্যাপশন-সহ একটি সময়সূচি অনুযায়ী এটি ছবিগুলিকে সংগ্রহ করতে রাখতে সক্ষম। আইরিসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে। যা ব্যবহারকারীকে ভুল যাওয়া বিষয়গুলি মনে করাতে সাহায্য করবে।’’
নতুন ডিভাইসের আবিষ্কর্তা ভারতীয় বংশোদ্ভূত যুবক আরও জানিয়েছেন, আইরিসে একটি ফোকাস মোড রয়েছে। যা ব্যবহারকারী কখন বিভ্রান্ত হয়ে পড়ছেন, তার উপর নজর রাখবে। কেউ বিভ্রান্ত হয়ে পড়লে তাঁকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনবে ওই ফোকাস মোড।
প্রযুক্তিবিদদের দাবি, চিকিৎসা ক্ষেত্রে এই ডিভাইস ব্যবহার করা যেতে পারে। রোগীর দৈনন্দিন অভ্যাস ও জীবনশৈলী জানতে আইরিস দারুণ ভাবে সাহায্য করবে। আবার কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রোটোকলের উপর কড়া নজর রাখতে পারবে পালিওয়ালের তৈরি ডিভাইস। এর আকার গোল। যার ঠিক মাঝখানে রয়েছে লেন্স। ডিভাইসটিকে গলায় পরতে হবে বলে জানিয়েছেন আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত যুবক।