Viral Video

বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি, নাচতে নাচতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘোড়ার উপরেই মৃত্যু বরের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ি। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি। ঘোড়ার উপরেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বরের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ি। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। চারপাশে আত্মীয়স্বজনের ভিড়। আনন্দে নাচানাচি করছেন তাঁরাও। আনন্দ করছিলেন বরও। কিন্তু হঠাৎই জ্ঞান হারান তিনি। ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কয়েক জন মিলে তাঁকে ধরে ফেলেন। অনেক চেষ্টা করার পরেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। এর পর ধরাধরি করে ঘোড়া থেকে নামানো হয় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম প্রদীপ জাট। তিনি সুনসওয়াদা গ্রামের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। ঘোড়ায় চড়ে মঞ্চের দিকে যাওয়ার সময় তিনি অস্বস্তি বোধ করেন। ঘোড়ায় পিঠে বসে থাকার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন তিনি। অতিথিরা ব্যস্ত থাকায়, কী ঘটছে তা বুঝতে তাঁদের কয়েক সেকেন্ড সময় লেগে যায়। এর পর প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

শনিবার ‘রাজীব চোপড়া’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। পাত্রের মর্মান্তিক পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement