iPhone Privacy

‘অন্তর্বাসের বিজ্ঞাপন বার বার আসছে’, আইফোনের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন যুবক

আইফোনে কতটা সুরক্ষিত গ্রাহকদের গোপনীয়তার অধিকার? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এই নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯
Share:

—প্রতীকী ছবি।

আইফোনে কতটা সুরক্ষিত গ্রাহকদের গোপন তথ্য? নতুন বছরের গোড়ায় উঠল সেই প্রশ্ন। এই সংক্রান্ত সমাজমাধ্যমে হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে রীতিমতো পড়ে গিয়েছে শোরগোল। বিষয়টি নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটে রয়েছে এই স্মার্টফোন নির্মাণকারী আমেরিকার বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা অ্যাপল।

Advertisement

চলতি বছরের (পড়ুন ২০২৫) ৭ জানুয়ারি আইফোনে তথ্য গোপন রাখার বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন আমান নামের এক ব্যক্তি। অভিযোগের সুরে সেখানে তিনি লিখেছেন, ‘‘গ্রাহকদের গোপন তথ্য আইফোনে কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ, ফোন খুললেই স্ক্রিনে ভেসে উঠছে একটি ইকমার্স সংস্থার বিজ্ঞাপন। সেখানে উল্লেখ থাকছে মহিলাদের অন্তর্বাসের দাম।’’

আমানের দাবি, ইকমার্স সংস্থাগুলিকে গ্রাহকদের তথ্য পাচার করছে আইফোন নির্মাণকারী সংস্থা অ্যাপল। যার জেরে ফোন খুললেই স্ক্রিনে ফুটে উঠছে চটকদার বিজ্ঞাপন। তাঁর ক্ষেত্রে অবশ্য লিঙ্গ বুঝতে সংশ্লিষ্ট সংস্থাটির ভুল হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি। অন্য দিকে এই ধরনের ক্ষেত্রে সাইবার অপরাধের শিকার হওয়ার প্রবল আশঙ্কার কথা বলেছেন বিশ্লেষকেরা।

Advertisement

এ দেশে ফোন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি করে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করার অভিযোগ নেহাত কম নয়। এর জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছেন হ্যাকারেরা। এর মধ্যে অন্যতম হল ইকমার্স সংস্থার নাম করে সস্তা দরের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন সম্বলিত লিঙ্ক। তাতে ক্লিক করলেই ফোনের যাবতীয় তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এর পর সেই তথ্য ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলছেন তাঁরা।

আইফোন সে দিক থেকে যথেষ্টই স্বতন্ত্র। এর নির্মাণকারী সংস্থা অ্যাপল গ্রাহকদের তথ্য গোপন রাখার দিকে অত্যন্ত কড়া নজর রাখে। ফলে এই স্মার্টফোন থেকে তথ্য চুরি করা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। আমানের পোস্টে সেই ইস্যুতেও উঠে গেল প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement